ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় খেলা করতে গিয়ে বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ জুন) দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের শামুকখোল গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুটির নাম আশিকুর রহমান। সে ওই গ্রামের আক্তার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, শিশু আশিকুরের মা রীনা খাতুন ও দাদী হামেনা বিবি বাড়ির উঠানে ধান শুকানোর কাজ করছিলেন। এসময় খলিয়ানের পাশে আম গাছের ছায়ায় খেলা করছিল শিশুটি। এক পর্যায়ে শিশুটি সবার অগোচরে পাশের ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়।
শিশুটির দাদা সাবেক ইউপি সদস্য আব্দুল মাজেদ বলেন, বেশ কিছুক্ষণ ধরে নাতি আশিকুরকে দেখতে না পেয়ে আশপাশের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করা হয়। কিন্তু তাকে পাওয়া যায় না। পরে সন্দেহের বশে বাড়ির পাশের ডোবায় তল্লাশী চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বিদ্যুৎ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।