ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর ২নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা সালমা বেগমের স্বামী কামরুজ্জামানের (৭৫) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
বৃহস্পতিবার (১৬ জুন) এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র।
শোক বার্তায় রাসিক মেয়র মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে ২নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্প মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
জানাযা নামাজে আর, উপস্থিত ছিলেন, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ফটিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।