মোঃ আতাউর রহমান :
হ্যাংলার মত দাঁড়িয়ে থাকে বোখাটে দলের ছেলে,
ছাত্রীদের কিছু বলতে চেয়ে তাকায় চোখ মেলে।
পথিক নয়,তবু পথ চলে, বদমাশ ওরা বেশী ,
ছাত্রীদের কিছু বলতে পেরে আনন্দে হয় খুশি।
কখনো দাঁড়ায় রাস্তার মোড়ে, কখনো সরু গলি,
ছাত্রীদের দল আসতে দেখে ইশারায় মারে তালি।
ধনীর দুলালও কম যায় না,সুন্দরী মেয়ে দেখে,
যোগাড় করে ফোননম্বর, মোবাইলে চিঠি লেখে।
এই বোখাটে,শিস দিস কেনো,নেইকি তোর বোন?
যা বাড়ি যা,পথে ছাড়,গিয়ে মায়ের কথা শোন।
ফারিহা-রীমা,জলি-পলি, পপী গ্রুপ মিলে,
ছুড়বে মেন্ডেল,দিবে থাপ্পড়,এবার শিস দিলে।
বিরক্ত এখন সাহস যোগায়,শক্তি অসীম বুকে,
ইভটিজিং- বিরুদ্ধে এবার দাঁড়াবে তারা রুখে।
ধরবে পুলিশ,চালান দেবে,ঠিকানা হবে জেলে,
কাঁদবে মা,দৌড়াবে বাপ,কবে ফিরবে ছেলে।
বোখাটেরা সামাজিক জীব,আচরণ কেন পশু?
সরকারবাহাদুর ব্যবস্থা নিবে,প্রতিকার চাই আশু।
লেখক : মোঃ আতাউর রহমান, অবসরপ্রাপ্ত উপজেলা সমবায় অফিসার, রাজশাহী।