ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : মুজিব শতবর্ষ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ভূমি ও গৃহহীনদের জন্য গৃহনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নিমতলা কাঁঠাল গ্রামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ণ-২ প্রকল্পের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ‘ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ‘ক’ শ্রেনীর পরিবারের জন্য গৃহ নির্মাণ’ কাজের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন,গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান,গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন মন্ডল,ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম প্রমুখ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার মোট ৯৫টি উপকারভোগী পরিবারকে ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে গৃহনির্মাণ করা হবে ।