ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত উপ-নির্বাচনে বিজয়ী সদস্য এনামুল হকের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নব-নির্বাচিত ইউপি সদস্য এনামুল হককে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা নির্বাচন অফিসার দুলাল উদ্দীন, হামিরকুৎসা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী।
৮নং ওয়ার্ডের সদস্য মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে শূণ্য হয়ে পড়ে ওয়ার্ডটি। গত ১০ অক্টোবর ওই ওয়ার্ডে অনুষ্ঠিত হয় সদস্য পদে উপ-নির্বাচন। এতে তালা প্রতীকের প্রার্থী এনামুল হক তরফদার ৯৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন।
উল্লেখ্য, তার নিকটতম প্রতিদ্বন্দী মোরগ প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম মোল্লা ৫৫৩ ভোট এবং ভ্যান গাড়ি প্রতীকের প্রার্থী আশরাফ আলী শেখ পেয়েছিলেন মাত্র ৫৫ ভোট। ওই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ছিল ২৩১৩ জন।
জনগণের প্রতিনিধি হিসেবে জনসেবায় হবে একমাত্র লক্ষ্য। সেই সাথে সততা ও নিষ্ঠার সাথে সরকারের দেয়া দায়িত্ব যথাযথ ভাবে পালন করবেন বলে জানান তিনি।