ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : সারা বিশ্বের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও বিশ্ব জনসংখ্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “৮০০ কোটির পৃথিবী : সবার সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি” ।
বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা ১২টায় দিকসটি উপলক্ষে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে থেকে এ বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম।
আরও উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ হুমায়ন কবির, ডাঃ আব্দুল বাতেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।