ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চলমান জাতীয় মৎস্য সপ্তাহের চতুর্থ দিনে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ও অবৈধ জালের ব্যবহার বন্ধে পূর্ণভবা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) সকালে উপজেলা মৎস বিভাগ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা খাতুন।
অভিযানে পূর্ণভবা নদীর রহনপুর বুড়িতলা ঘাট থেকে কাজিগ্রাম পর্যন্ত এ অভিযান পরিচালনা করে প্রায় ২০ টি চায়না রিং জাল ও এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নাইমুল হক, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা নাসিরুদ্দিন প্রমুখ।