ধূমকেতু প্রতিবেদক : লালপুরে এক কেজি ২৬০ গ্রাম হেরোইন ও ৪০০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
সোমবার (৮ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে নাটোর জেলার লালপুর থানাধীন গোপালপুর গ্রামে লালপুর টু বনপাড়া রাস্তায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আসামীরা হলো, নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন পাঁচরুখি এলাকার মৃত ইদ্রিস ফকিকের ছেলে (গাড়ীর মালিক) জয়নাল হোসেন (৪২), রুপগঞ্জ থানাধীন মঠখোলা এলাকার ছাদত আলীর ছেলে (ড্রাইভার) শরিফ মিয়া (৩৩) ও আব্দুস সালাম মোল্লার ছেলে (হেলপার) নাজির হোসেন (২৭)।
র্যাব-৫ জানায়, সোমবার (৮ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে নাটোর জেলার লালপুর থানাধীন গোপালপুর গ্রামে লালপুর টু বনপাড়া রাস্তায় র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি কোম্পানী অভিযান চালিয়ে এক কেজি ২৬০ গ্রাম হেরোইন ও ৪০০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এসময় ১টি ডাম্পার ট্রাক, ১ সেট গাড়ীর কাগজ, ১৪,০০০/- টাকা, ৩টি মোবাইল, ৩টি সীমকার্ড জব্দ করা হয়।
র্যাব-৫ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা উক্ত সিঙ্গেল কেবিন ডাম্পার ট্রাকের মালিক, ড্রাইভার ও হেলপার। তারা সবাই সংঘবদ্ধ মাদক চক্রের সাথে জড়িত। রাজশাহী, নাটোর হতে তারা মাদক সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে এই মাদক পরিবহণ করে আসছে। অভিনব কায়দায় বালুর ডাম্পার ট্রাকের ভিতরে বালুর মধ্যে লুকানো অবস্থায় তারা এই সব মাদক পরিবহণ করতো মোটা অংকের টাকা লাভের আশায়। এর আগে বেশ কয়েকবার তারা এ পন্থায় মাদক সরবরাহ করেছে।
আসামীর বিরুদ্ধে নাটোর জেলার লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।