ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় এক মাদক ব্যবসায়ী ও দুই সেবনকারীকে একবছর ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী এ রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার এনায়েতপুর গ্রামের গোলাম মোস্তফা (৩৫) ও একই গ্রামের বিধান কুমার সরদার (২৭) এবং শামুকখোল গ্রামের আশরাফুল ইসলাম সরদার (৩৫)।
স্থানীয় ইউপি সদস্য মকবুল হোসেন জানান, এনায়েতপুর গ্রামের গোলাম মোস্তফা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মঞ্জিলতলা বাজারে মাদক বেচাকেনার সময় তাদের হাতেনাতে আটক করে স্থানীয় লোকজন। পরে এসিল্যান্ডকে সংবাদ দেওয়া হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা প্রদান করা হয়।
এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত লোকজনের সাক্ষ্যসহ আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হয়। দোষ স্বীকার করায় তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।