ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাট রিপোটার্স ইউনিটির (সিআরইউ) নতুন কমিটি গঠন করা হয়েছে। উপজেলার বিভিন্ন পত্রিকার পুরাতন ও নতুন প্রতিনিধি নিয়ে এই কমিটির ২য় বর্ষে যাত্রা শুরু হলো।
শনিবার (৮ অক্টোবর) সকালে চারঘাট উপজেলার সিআরইউ এর নিজস্ব কার্যালয়ে নতুন কমিটি গঠন করা হয়। কমিটির রীতিনীতি বজায় রেখে ১৫ সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়।
সকলের সম্মতিক্রমে এশিয়ান এজ ও ভোরের কাগজের প্রতিনিধি ওবায়দুল ইসলাম (রবি) কে সভাপতি ও দৈনিক রাজশাহীর উপজেলা প্রতিনিধি আতিকুর রহমান আশাকে সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।
আগামী পথ চলার সিআরইউ কমিটির সিনিয়র সহ সভাপতি খোরসেদ আলম, সহ সভাপতি মাহফুজ হোসেন, যুগ্ম সম্পাদক নবী আলম ও শাহীনুর রহমান (সুজন), সাংগঠনিক জেনারুল ইসলাম, অর্থ সম্পাদক সম্রাট আলী, প্রচার সম্পাদক শৈয়ব সরকার, নির্বাহী সদস্য মাইনুল হক সান্টু, সদস্য মোমিনুল হক মামুনসহ অর্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিশেষে সকলের প্রতি দেশের ভাবমূর্তি বজায় রেখে সংবাদ পরিবেশনের আহ্বান জানান কমিটির সভাপতি।