ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় নজিপুর-সাপাহার সড়কের পেজাপাড়া মোড় এলাকায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে রায়হান (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত ওই যুবক টেংরাকুড়ি গ্রামের এবং মধইল বাজারের লেদ ব্যবসায়ী সাইদুলের ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, শনিবার (৮ অক্টোবর) বিকালে রায়হান মধইল বাজার হতে একটি পালসার মোটরসাইকেল যোগে নজিপুর যাওয়ার পথে অপর দিক থেকে আসা একটি কাঁকড়া ট্রাক্টরের সাথে সংঘর্ষ হলে আনুমানিক বিকাল ৫টার দিকে ঘটনা স্থলেই মারা যান রায়হান।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন।