ধূমকেতু প্রতিবেদক : ‘সকল ঈদের সেরা ঈদ, ঈদ-এ-মিলাদুন্নবী (সা.)’ এই স্লোগানকে সামনে রেখে রোববার (৯ অক্টোবর) নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপন করা হয়।
এদিন রাত দশটায় নগরীর কাঁঠালবাড়িয়া মোড়ে, শ্রমিকলীগ নেতা মোজাহার আলী আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন শেখ ভুলু।
দোয়া পরিচালনা করেন, জান্নাতুল হাফিজুল কোরআন আল মাদ্রাসার হাফেজ আব্দুল হামিম।
এসময় উপস্থিত ছিলেন, কাঠালবাড়ীয়া জামের মসজিদের ইমাম হাফেজ মোখলেসুর রহমান।
দোয়া শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।