মোছা : আয়েশা আখতার রোজী :
প্রতিটি ভালো পেশাই সম্মানজনক।
তবে সবচেয়ে বেশি সম্মানজনক পেশা হচ্ছে শিক্ষকতা।
শিক্ষক হলেন,মানুষ গড়ার কারিগর।
কথায় আছে, শুধু মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না।
তাকে একজন ভালো মানুষ হয়ে গড়ে উঠতে হয়।
তাকে শিখতে হয় আচার-ব্যবহার, সত্যবাদিতা, সৎ পথে চলা, আর শিখতে হয় সকল সৃষ্টির প্রতি ভালোবাসা।
আর এই শিক্ষার শিক্ষিকা হলেন মা।
আর পাঠ্যবইয়ের জ্ঞানদানের শিক্ষক হলেন, বিদ্যালয়ের শিক্ষক।
এখন থেকে অনেক বছর আগে এমন একটি প্রবাদ ছিল, ‘শিক্ষকের বেত্রাঘাত’ ছাত্রদের জন্য আশীর্বাদ। তখন একজন শিক্ষক দাপটের সঙ্গে শিক্ষা দিতেন।
শিক্ষকের বেত্রাঘাতের ভয়েই পড়া করে ফেলত সবাই। বাবা-মার দেখার সেরকম প্রয়োজনই পড়তো না।
আর এখন মার তো দূরে থাক বকতেও পারেননা শিক্ষকগণ মারলে বা বকলে তেড়ে আসবে অভিভাবক।
আজকের সন্তানের গায়ে ফুলের টোকাও দেওয়া যায়না।
কারিগর যদি স্পর্শই না করে কোনো কিছু গড়ে তবে কি সেটা ভালো হয়?
তবুও নিরুপায় কারিগর গড়ে যাচ্ছেন প্রতিনিয়ত ভালো কিছুর আশায়।
বিদ্যালয় হলো স্বপ্নের সিঁড়ি। যে সিঁড়ি বেয়ে একজন ছাত্র বা ছাত্রী তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারে।
আর শিক্ষক যদি হাত ধরে এগিয়ে নিয়ে যেতে পারতেন তাহলে কারো হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকত না।
সময়ের ব্যবধানে কেউ মুছড়ে পড়ে,আর কেউ পৌঁছে তার গন্তব্যে।
শিক্ষা গুরুর আশীর্বাদ ছাড়া জীবনে কখনো বড় হওয়া যায় না।
তাই শিক্ষকের মর্যাদা কখনো কমে না।
সৃষ্টিকর্তা মাটি দিয়ে মানুষ গড়ে তার মধ্যে সুপ্ত প্রতিভা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আর এই প্রতিভা বিকশিত করেন যিনি তিনি হলেন, শিক্ষক।