ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ভরাটের জন্য মাটি খুড়তে গিয়ে আদিম যুগের পরিত্যক্ত বড় হাড়ার সন্ধান মিলেছে।
বুধবার সকাল ১০ টার দিকে নগরীর হড়গ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ড গোবিন্দপুর কবরস্থানে মাটি কাটার সময় এ হাড়াটির সন্ধান পায় স্থানীয় শ্রমিকরা।
এসময় ঘটনাস্থলে উৎফুল্ল জনতা দলে দলে এসে জড়ো হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালম আজাদ বলেন, শ্রমিকরা কবরস্থান সংস্কারের কাজ করছিলেন। মাটি খুড়ার সময় একটি বড় মাটির হাড়ি পাওয়া যায়। যার উচ্চতা প্রায় ৩ ফিট ও পরিধি ৩ ফিট। মাটির নিচের যেকোন গুপ্তধনের মালিক সরকার, কোন ব্যক্তি মালিক না। হাড়িটির ভিতরে কি আছে তা জানার জন্য পুলিশের উপস্থিতিতে মাটি বের করার চেষ্টা করা হয়। এ সময় হাড়িটি ভেঙ্গে যায়।
তিনি আরও বলেন, কবরস্থানটি প্রায় শত বছরের পুরোনো। রাধার ভিটে নামে এক সময় পরিচিত ছিল কবরস্থানটি। রাধা নামের একজন হিন্দু ব্যক্তির বসতি ছিল সেখানে। সে বসতি বিলুপ্ত হওয়ার পর কালের পরিবর্তেনে সেখানে এলাকার কবরস্থান গড়ে তোলা হয়।
কাশিয়াডাঙ্গা থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, স্থানীদের উপস্থিতিতে হাড়ির ভেতর থেকে মাটি বের করা হয়। এ ঘটনায় হাড়ির ভিতরে কোন গুপ্তধন পাওয়া যায়নি। তবে ভিতর থেকে মাটি বের করার সময় হাড়িটি ভেঙ্গে যায় বলে জানান তিনি।