ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্ক্ষলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে আইনশৃঙ্ক্ষলা কমিটির সভা অরম্ভ হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নী, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল থানার অফিসার, ইনচার্জ মিন্টু রহমান, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, কসবা ইউপির চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব।
আরও উপস্থিত ছিলেন, ফতেপুর ইউপি চেয়ারম্যান সাদির আহম্মেদ ভুলু, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম ও নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীগণ।
সভায় উপজেলার আইনশৃঙ্ক্ষলা, বাল্য বিবাহ, মাদক ও রাস্তাঘাট পরিস্কারকরণ বিষয়ে আলোচনা করা হয়।