ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে করোনা দুর্যোগ পরিস্থিতির মধ্যেও বিভিন্ন স্থানে চুরির ঘটনা ঘটেই চলেছে। যেন থামছেই না চুরি। বিষয়টি নিয়ে গত সোমবার মাসিক আইন শৃংখলা সভায়ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই ধারাবাহিকতায় গত শনিবার রাতের কোন এক সময় চোর চক্রটি নিয়ামতপুর বাজারে থানার পশ্চিম পার্শ্বে মাত্র ৩০ গজের মধ্যে আব্দুস সাত্তারের বাড়ীর সামনে বসানো মর্টার মাটির নিচ থেকে তুলে চুরি করে নিয়ে গেছে। এতে আর্থিক তেমন ক্ষতি না হলেও এলাকার আইন শৃংখলার যে ব্যাপক অবনতি হয়েছে বলে বাড়ীর মালিক সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুস সাত্তার জানিয়েছেন। এ ব্যাপারে ভুক্তভোগী নিয়ামতপুর থানায় লিখিত অভিযাগে করেছেন। অফিসার ইন চার্জ হুমায়ন কবির নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন।
উল্লেখ্য, উপজেলা সদরের বিভিন্ন বাসায়, ব্যবসা প্রতিষ্ঠানে দিন দিন চুরির সংখ্যা বেড়েই চলেছে। পাশাপাশি বেড়েছে মাদকের ব্যবহার। নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করেন বলেন, থানার ৩০ গজ দুরে বাড়ীর সামনে থেকে মাটির নিচে থাকা মর্টার চুরি হতে পারে তবে আমাদের ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায়?
গত ৪ মাসে ৫/৬ টি দোকানে ও বাসায় চুরির ঘটনার কোন কুলকিনারা না হওয়ায় ব্যবসায়ীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। ব্যবসায়ীরা বলেন, চুরির দিন দিন বেড়েই চলেছে, এভাবে চুরি চলতে থাকলে আমরা ব্যবসা করবো কি ভাবে?
এ বিষয়ে অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, চুরি এবং মাদক যে কোন মূল্যে বন্ধ করা হবে। ইতি মধ্যে বিশেষ অভিযান শুরু করেছি। চুরি ঠেকাতে রাতে উপজেলা সদরে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। পাশাপাশি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় পেট্রোল অভিযান বাড়ানো হয়েছে। সকলের সহযোগিতায় খুব শীঘ্রই চুরি, মাদকসহ সব রকমের অপরাধ দূর করা হবে।