ধূমকেতু নিউজ ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে বেশ কয়েকটি রকেট বিস্ফোরণ ঘটেছে। দেশটি থেকে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার পরই মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে।
টাইগ্রিস নদীর পশ্চিমতীরের ওই অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন রয়েছে। খবর এএফপি ও আল জাজিরার।
নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানায়, অতিসুরক্ষিত এলাকা হিসেবে পরিচিত গ্রিন জোনে চারটি রকেট পড়েছে। বাগদাদের অন্য এলাকায় পড়েছে অপর তিনটি রকেট। এতে এক মেয়েশিশু নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন।
সাতটি রকেটই বাগদাদের পূর্বাঞ্চলের এক এলাকা থেকে ছোড়া হয়েছে বলে ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের এক মুখপাত্র বলেছেন, ইরাকি গোয়েন্দারা বাগদাদের মার্কিন দূতাবাস লক্ষ্য করে একটি রকেট হামলার তথ্য নিশ্চিত করেছেন।
বাগদাদের গ্রিন জোনের ভিতরে এই ঘাঁটির পাশেই যুক্তরাষ্ট্রের দূতাবাস। প্রায়ই এই দূতাবাসের কাছে বা কখনো কখনো দূতাবাসটিতেও রকেট হামলা হয়।
কোনো পক্ষ এসব হামলার দায় স্বীকার না করলেও যুক্তরাষ্ট্র ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া বাহিনীগুলোকে এসব হামলার জন্য দায়ী করে আসছে।