ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৬ অক্টোবর) বেলা ২ টার সময় উপজেলা হল রুমে মাসিক আইন শৃঙ্ক্ষলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুস সালাম।
বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) প্রিয়াঙ্কা দাস, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ,উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত মিজানুর রজমান, উপজেলা পরিবার ও পরিকল্পনা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আরিফুল কবির, ইউপি চেয়ারম্যান আল-আমীন বিশ্বাস, হযরত আলী, দেলোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ, সমাজসেবা কর্মকর্তা তৌহিদুর রহমান, তথ্য আপা নুরুননাহার মুন্নী, রাজশাহী জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব প্রভাষক হুমায়ুন কবির, মোহনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেল প্রমুখ।