ধূমকেতু নিউজ ডেস্ক : ভোলার দৌলতখানে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে অজ্ঞাত এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় শিশুটিকে পন্টুন থেকে নদীতে পড়ে যেতে দেখেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ঘটনার পর থেকে কোস্টগার্ডের ডুবুরি দল শিশুটিকে উদ্ধার অভিযান শুরু করে।
দৌলতখান ফায়ার সার্ভিস সূত্র জানায়, ৯৯৯-এ কল পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের সহযোগিতা চাওয়া হয়। দ্রুত কোস্টগার্ডের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পরও শিশুটিকে উদ্ধার করা যায়নি।
এদিকে অনেক খোঁজ করেও নিখোঁজ শিশুটির নাম পরিচয় ও স্বজনদের ঠিকানা পাওয়া যায়নি বলে স্থানীয়রা জানান।