ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে দরিদ্র মায়েদের মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচীর আওতায় উপকারভোগীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মহাদেবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অনুমোদিত বা নির্বাচিত উপকারভোগীদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন।
দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় মহাদেবপুর সদর ইউনিয়নের নির্বাচিত মায়েরা অংশগ্রহণ করেন।
নির্বাচিত উপকারভোগী মায়েরা তাদের ভাতার প্রতি মাসে ৮শ টাকা হারে ১ বছরের ৯ হাজার ৬শ নিজেদের ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে গ্রহণ করেছেন।