ধূমকেতু প্রতিবেদক : ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে সোমবার (১৪ নভেম্বর) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় শীর্ষক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
নারীর ক্ষমতায়নের পথে বাল্যবিয়ে একটি অন্যতম প্রধান বাধা, যা প্রতিরোধে আরও কার্যকরী সমন্বিত কর্মকৌশল নির্ধারণ করার লক্ষ্যে জেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, শিক্ষক, নিকাহ রেজিষ্টার (কাজী) ও যুব প্রতিনিধিদের নিয়ে কর্মকৌশল নির্ধারনের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যানগণ, উপজেলা নির্বাহী অফিসারগণ, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর এবং সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জোনাল ম্যানেজার সুফিয়া বেগম কর্মসূচির পক্ষে মাল্টিমিডিয়ায় বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের কর্মসূচি এবং উদ্যোগ সমূহ উপস্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন, কর্মসূচির জেলা ব্যবস্থাপক ত্রিদীপ চন্দ্র গোলদার, অফিসার (সেল্প) মাজেদুল ইসলাম, ব্র্যাক জেলা সমন্বয়ক মহসিন আলী।
সভায় বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধ ও হ্রাসকরণে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ব্র্যাক নারীর ক্ষমতায়ন এবং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির আইনি অধিকার নিশ্চিতকরণে রাজশাহী জেলায় নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে।
কর্মশালার মাধ্যম বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনের সাথে সমন্বয় সাধন, বাল্যবিয়ে প্রতিরোধের চ্যালেঞ্জসমূহ এবং ভবিষ্যত কর্মকৌশল নির্ধারণ করা, বাল্যবিয়ে প্রতিরোধে কার্যকরী সমন্বিত উদ্যোগ গ্রহণ করাই ছিল সমন্বয় সভার মূল উদ্দেশ্য।