ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউডের আবেদনময়ী অভিনেত্রী কিয়ারা আদভানি ও অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা চুটিয়ে প্রেম করছেন বহুদিন ধরে।
গুঞ্জন ছিল, শিগগিরই লুকিয়ে সাতপাকে বাঁধা পড়বেন তারা। এই গুঞ্জন এবার কিছুটা ডালপালা মেলেছে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কিয়ারা ও সিদ্ধার্থের বিয়ে আগামী ৬ ফেব্রুয়ারি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
রাজস্থানের জয়সালমের প্যালেস হোটেলে বসবে বিয়ের আসর। ৪ তারিখ থেকে শুরু হবে মেহেদি, গায়ে হলুদ ও সঙ্গীতসহ সব ধরণের আয়োজন।
‘লাস্ট স্টোরিস’ (২০১৮) ব়্যাপ আপ পার্টিতে শুরু এই প্রেমের গল্প। চলতি বছরের গোড়ার দিকে দুজনের ব্রেক-আপের গুঞ্জনও শোনা গিয়েছিল, তবে নিন্দুকের মুখে ছাই দিয়ে ফের একসঙ্গে ধরা দিয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা জুটি।
সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে বলিউড তারকাদের উপস্থিতি সেভাবে নাকি চোখে পড়বে না। দুই পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরাই আমন্ত্রিত সেখানে।
তবে মুম্বইয়ে বি-টাউন বন্ধুদের জন্য রিসেপশন পার্টির বন্দোবস্ত করবেন এ জুটি।