ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় সোমবার উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অফিসের আয়োজনে সমাজসেবা দিবস পালিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপত্বিতে অডিটোরিয়ামের অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, সহাকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির।
স্বাগত বক্তব্য রাখেন, সমাজ সেবা অফিসার (ভারপ্রাপ্ত) ফসিউল আলম, পরিচালনায় রেজাউল করিম রেজা।
এসময় উপস্থিতি ছিলেন, থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা মুক্তা, কৃষি অফিসার কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার, বিআরডিবি কর্মকর্তা প্রহল্লাদ কুন্ডু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোয়েব খান।
আরও উপস্থিতি ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা, নজিপুর প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি বুলবুল চৌধুরী প্রমুখ।
এসময় সমাজ সেবা গ্রামের ৫০ জন সদস্যদের মধ্যে সুদমুক্ত ঋণের ১০ লাখ টাকা বিতরণ করা হয়।
সকালে একটি র্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষণ করে। একই অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ২০টি সেলাই মেশিন এবং বিআরডিবি’র আয়োজনে ৫ জন কে ২ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।