ধূমকেতু প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর এলাকায় প্রাইভেট কার থেকে একটি তক্ষক প্রাণী উদ্ধার করেছে পুলিশ। এসময় ৪ পাচারকারীকে আটক করা হয়।
বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুর রহিম জানান, শুক্রবার সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর এলাকায় যানবাহন পরীক্ষার জন্য চেকপোস্ট বসায় পুলিশ। এসময় ঢাকার ধামরাই থেকে নাটোরমুখি প্রাইভেট কারে তল্লাসী চালিয়ে একটি তক্ষক উদ্ধার করা হয়। আটক করা হয় ৪ জনকে। এদের মধ্যে দুইজনের বাড়ি নাটোরের বড়াইগ্রাম এবং অপর ২ জনের বাড়ি গোপালগঞ্জ ও ধামরাই।
চক্রটি দির্ঘদিন ধরে বন্যপ্রানী পাচারের সাথে জড়িত বলে জানায় পুলিশ। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী বিক্রয়ের মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।