ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের দূর্গাপুর সাহাপুর গ্রামের কালাম শাহ এর ছেলে সাগর শাহ (২৭) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এলাকা ও থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ জানুয়ারী) বেলা আনুমানিক ১২,৩০ হতে ১,৩০ ঘটিকা সময়ের মধ্যে পারিবারিক অশান্তির কারণে নিজ শয়ন কক্ষে গলায় রসি দিয়ে ফাঁস দেন বলে মনে করেন এলাকাবাসী। পরে মোহনপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ থানায় নিয়ে আসে।
এই বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ্ বলেন, থানার একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।