ধূমকেতু প্রতিবেদক : দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে সোমবার বেলা সাড়ে ১০টায় রাসিক ৩ ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হিজড়া জনগোষ্ঠীর বর্তমান সামাজিক অবস্থা তুলে ধরা এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের সহায়তায় জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, ৩নং নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন। তিনি বলেন, হিজড়ারা এই পরিবার ও সমাজেরই সন্তান। পরিবারকে অন্যান্য সন্তানের ন্যায় তাদের কাছে রাখতে হবে। সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করতে হবে। মানুষের মত মানুষ করে গড়ে তুলতে হবে। সেইসাথে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
প্রধান অতিথি বলেন, সাধারণ মানুষের ন্যায় হিজড়াদেরও বেঁচে থাকার অধিকার আছে। অত্র ওয়ার্ডের বসবাসরত সকল হিজড়াদের যোগ্যতা অনুযায়ী কর্মের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন প্রধান অতিথি। সেইসাথে এই জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার পরামর্শ দেন তিনি। এছাড়াও তাঁর দপ্তর থেকে সকল প্রকার সহযোগিতা হিজড়াদের জন্য থাকবে বলে জানান কাউন্সিলর।
সভায় সভাপতিত্ব করেন, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। তিনি বলেন, হিজড়ারা পরিবার, সমাজ ও দেশের অবিচ্ছেদ্য একটি অংশ। তারা ভীনগ্রহ থেকে আসেনি। অন্যান্য সন্তানের ন্যায় পরিবারেই তাদের জন্ম। কিন্তু হরমন জনিত কারনে তাদের এই সমস্যা দেখা দেয়। এই সন্তানদের কিছুই করার থাকেনা। কিন্তু এই পরিবর্তন শুরু হলেই সমাজ তাদের মেনে নেয় না। ফলে পরিবার থেকে তারা বিতারিত হয়ে হিজড়া গুরুর নিকট আশ্রয় নেয় । এতে তারা লেখাপড়া ও ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হয়।
তিনি আরো বলেন, লেখাপড়া না শেখায় তারা চাকরী পায়না। মানুষের দ্বারে দ্বারে যায় এবং টাকা উত্তোলন জীবন ধারণ করেন বলে উল্লেখ করেন তিনি।
দিনে আলো হিজড়া সংঘের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গেøাবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ড সচিব আহাদ আলী, পার্সনাল সেক্রেটারী রাজু আহম্মেদ, দিনের আলো হিজড়া সংঘের কার্যকরী সদস্য প্রাপ্তি ও ফিল্ড ফ্যাসিলিটেটর রায়হানুল হকসহ, হিজড়া জনগোষ্ঠীর অন্যান্য সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।