ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ সদর উপজেলায় ২০২০-২১ অর্থ বছরে পুর্নবাসনের আওতায় গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর, খেসারি, টমেটো, মরিচ এবং প্রনোদনা কর্মসূচীর আওতায় বোরো, গম, সরিষা, ভুট্টা, শীতকালিন মুগ, পেঁয়াজ ফলন আবাদ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/কৃষাণীদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা ড. আনোয়ারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার ফারহানা নাজনীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা মোস্তফা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, আওয়ামী লীগ নেতা এমআর মাহিন, শাহ পরান নয়ন।
পরে ৩ হাজার ১০০ জন কৃষককে পূর্নবাসন এবং ১হাজার ৮৭০ জন কৃষকের মাঝে প্রনোদনা দেয়া হয়।
পূর্নবাসনের আওতায় গম ২৫০ জন, সরিষা ৭০০ জন, সুর্যমুখী ৩৫০ জন, চীনাবাদাম ২৫০ জন, মসুর ৪০০ জন, খেসারি ৫০০ জন, টমেটো ২৫০ জন, মরিচ ৪০০ জনের মাঝে বীজ এবং প্রনোদনার আওতায় বোরো ৬০০ জন, ভুট্টা ৩০০ জন, সরিষা ৫৫০জন, শীতকালিন মুগ ১০ জন, গ্রীষ্মকালিন মুগ ১৫০জন এবং পিয়াজ ৬০জনের মাঝে বিতরণ করা হয়। এছাড়া ডিএপি ও পটাশ সার বিতরণ করা হয়।