ধূমকেতু নিউজ ডেস্ক : আর মাত্র দেড় মাস। তার পরেই শপথ নেবেন। যুক্তরাষ্ট্র সামলানোর গুরু দায়িত্বের অনেকটাই এসে পড়বে তারও কাঁধে।
তাই বলে নিজের ভালোলাগাটা বিসর্জন দিচ্ছেন না কমলা হ্যারিস। আমেরিকার সদ্য নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট। বাইরে তার নামের আগে ‘ভাইস প্রেসিডেন্ট’ তকমা লাগলেও ঘরে সেই আগেরমতোই আছেন।
বিশেষ বিশেষ দিনগুলোতে এখনও সব কাজ ফেলে ঢুকে পড়েন রান্নাঘরে। নিজের হাতে রান্না করেন প্রিয় খাবার।
বুধবার (থ্যাঙ্কসগিভিং ডে’র আগের দিন) এমনই একটি রেসিপি শেয়ার করলেন তার নিজের ইনস্টাগ্রামে। খবর এনডিটিভির।
কর্নব্রেড ড্রেসিং। থ্যাঙ্কসগিভিং ডে’র বিশেষ দিনে প্রিয় পদটা পরিবারের সবাই মিলে খুব উপভোগ করেন। আর সেটা নিজের হাতে প্রতি বছর তৈরি করেন হ্যারিস।
এবার সোশ্যাল মিডিয়ায় নিখুঁতভাবে তুলে ধরলেন সেই রেসিপি। ধাপে ধাপে কীভাবে কর্নব্রেড, স্পাইসি পর্ক, সসেজ, আপেল কুচি, সেলেরি, মাখন, রোজমেরি, পার্সলে দিয়ে এই পদ তৈরি করতে হয় লিখে দিয়েছেন।
লিখলেন, ‘এই বছর আমি আমার পরিবারের একটি প্রিয় থ্যাঙ্কসগিভিং রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি, যখনই আপনারা এই রান্নাটা করতে পারবেন, তখনই এই রান্নাটা সেই উষ্ণতা এনে দেবে, যা আমার জীবনে এনেছে। এমনকি যখন আমি প্রিয়জনদের থেকে দূরে থেকেছি, তখনও এনেছে।’
এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে রান্নার রেসিপি শেয়ার করেছেন। এর আগে তার ভারতীয় রেসিপি দোসা বানানোর ছবিও ভাইরাল হয়েছে কয়েকবার।