ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে এবারে জনপ্রতি সর্বনিম্ন ১০০ টাকা করে ফিতরা নির্ধারণ করা হয়েছে। আত্রাই ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) এ উপলক্ষে আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসা মসজিদে আত্রাই ইমাম উলামা পরিষদের উদ্যোগে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি আলহাজ মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাহিদ খান, শাহাগোলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আজিমুদ্দিন, ভাবনীপুর মাদ্রাসার মুহতামিম হাফেজ আব্দুস ছালাম।
এসময় উপস্থিত ছিলেন, তারাটিয়া ছোটডাঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা ইদ্রিস আলী, আত্রাই রেলওয়ে স্টেশন মসজিদের ইমাম ক্বারী আমিনুল ইসলাম, কাশিয়াবাড়ি স্লুইচগেট বাজার মসজিদের ইমাম ক্বারী নাঈম মাহমুদ চৌদুরী প্রমুখ।
সভায় আটা এবং গমের বর্তমান বাজার যাচাই করে আত্রাইয়ের জন্য জনপ্রতি সর্বনিম্ন ১০০ টাকা করে ফিতরা নির্ধারণ করা হয়।