ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন আত্রাই হিউম্যানিটেরিয়ান এ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট (আহাদ) এর উদ্যোগে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) বিকেলে নির্মানাধীন নিজস্ব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিাত থেকে এ ঈদ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, সংস্থার সভাপতি আলহাজ নজরুল ইসলাম, সহসভাপতি আলহাজ এমএ মুহিত, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইমতিয়াজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যক্ষ জিয়াউল হক।
আরও উপস্থিত ছিলেন, সদস্য বীরেন্দ্রনাথ পাল, হুমায়ুন কবির হুমো, শীষ মোহাম্মদ ছফিউল্লাহ, হোসেন আলী, সাংবাদিক মুজাহিদ খান প্রমুখ।
এসময় শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সেমাই, চিনিসহ বিভিন্ন পণ্যের ঈদ প্যাকেজ বিতরণ করা হয়।