ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে সাংবাদিক আশরাফুল আলম ও তার স্ত্রী রাশেদা বেগম (২৬)কে শ্লীলতাহানী ও পিটিয়ে আহত করার অভিযোগে পাওয়া গেছে।
এ ঘটনায় রাশেদা খাতুন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে জমি জামা বিরোধের জের ধরে রাশেদা খাতুনের ভাশুর আবু মুসা তার অনুগত হাসানুর রহমান ও তার ভাই হোসেনুর রহমান পূর্ব পরিকল্পিতভাবে দেশিয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে এসে আমার শ্লীলতাহানী এবং এলোপাতাড়ি ভাবে আমাকে এবং আমার স্বামী আশরাফুল ইসলামকে মারপিট করতে থাকে। এতে গুরতর আহত হই। খবর পেরে ফুলবাড়ী থানার এসআই আরিফের নেতৃত্বে পুলিশের একটি দল আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক আশরাফুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধ ছাড়াও ঘটনার মূল হোতা মুসা কিছু দিন আগে একটি ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়। এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করার সে ক্ষিপ্ত হয়ে আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিলো। কিছু দিন আগে সে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে এলাকায় এসে আমাকে মারার হুমকি দিতে থাকে।
এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম জানান, সাংবাদিক পরিবারকে মারধরের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পুলিশ সাংবাদিক দপ্ততিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় সাংবাদিক আশরাফুল ইসলামের স্ত্রী বাদী হয়ে আবু মুসাসহ তিন জনের নাম উল্লেখ করে থানায় এজাহার দিয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।