ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) নির্বাচিত হলেন রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ওমর ফারুক। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে জেলা পর্যায়ের প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়।
বুধবার ‘জাতীয় শিক্ষা সপ্তাহ জেলা কমিটির সদস্য সচিব ও জেলা শিক্ষা অফিসার মোহাঃ নাসির উদ্দিন স্বাক্ষরিত ফলাফলে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফলাফলে দেখা যায়, রাজশাহী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ ওমর ফারুক। পাশাপাশি জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কারিগরি) রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) নির্বাচিত হয়েছে শিল্পি রানী সাহা। রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ওমর ফারুক ১৯৭৩ সালে এপ্রিল মাসে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা মরহুম আলহাজ্ব মাহতাব উদ্দিন মল্লিকের প্রথম সস্তান।
তিনি ১৯৯৬ সালে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। শেষ তিনি ঢাকার লালমাটিয়া হাউজিং সোসাইটি কলেজ ও মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যাপনা করেন। পরবর্তীতে তিনি রাজশাহী সরকারি মহিলা পলিটেকনিকে যোগদান করেন। অধ্যক্ষ ওমর ফারুক রাজশাহীতে কারিগরি, দক্ষতামূলক শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে প্রচার, প্রসার ও গুণগত মান বৃদ্ধিতে কাজ করে চলেছেন।
এছাড়াও তিনি রাজশাহী ও এর আশেপাশের বিভিন্ন জেলার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে সরকার পক্ষের তরফ থেকে কাজ করেছেন। ব্যক্তি জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক। তার স্ত্রী রাজশাহী সরকারি কলেজিয়েট স্কুলের সিনিয়র ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত আছেন।