ধূমকেতু নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়া সফর নিয়ে রোহিত শর্মার চোট নিয়ে বিতর্ক যেন থামছেই না।
এবার ভারত দলের সাবেক পেসার আশিস নেহরার এক মন্ত্যবে সেই বিতর্ক আরও ফুঁসে উঠেছে।
আর সবার মত তিনিও এ ঘটনায় ভারত দলের অধিনায়ক বিরাট কোহলিকে দুষছেন।
রোহিতের সঙ্গে কোহলির যোগাযোগের অভাব রয়েছে মন্তব্য করে বিষয়টি দুঃখজনক বলেছেন নেহরা।
অস্ট্রেলিয়ায় এখনও পর্যন্ত রোহিতের অনুপস্থিতির বিষয়ে বিরাট কোহলি বলেছিলেন, ‘রোহিত শর্মার চোটের ব্যাপারে স্বচ্ছতার অভাব ছিল। রোহিত কেন দলের সঙ্গে অস্ট্রেলিয়া আসেনি, তা আমার জানা নেই।’
কোহলির এমন মন্তব্যের পর মুখ খুলেন আশিষ নেহরা।
তিনি বলেন, এটা দুঃখজনক। এমন হওয়া উচিত নয়। তারা দুজনেই কথা বলে নিতে পারত। অধিনায়ক নিজে বলছে যে, এই ব্যাপারে কিছু জানা নেই তার। অথচ সে অধিনায়ক। রোহিতকে নিজেই ফোন করতে পারত কোহলি। একইভাবে রোহিতও কথা বলতে পারত কোহলির সঙ্গে। বিষয়টি খুব হতাশার। ২০২০ সালে দাঁড়িয়ে এমন যোগাযোগের অভাব ঘটলে কীভাবে চলবে?
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে আইপিএল চলাকালীন কাঁধে চোট পান মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা।
যে কারণে চার ম্যাচে মাঠে দেখা যায়নি তাকে। আর ওই সময়ই অস্ট্রেলিয়া সফরে ভারত দল ঘোষণা হয়। যেখানে চোটের কারণে রোহিতকে রাখা হয়নি বলে জানানো হয়।
পরে দেখা যায়, চোট সেরে পুরদস্তুর ফিট হিটম্যান রোহিত শর্মা।
আইপিএলে চোট পাওয়া রোহিত এখনও পুরোপুরি ফিট নয় বলে জানিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই।
যদিও রোহিতের চোট কতটা গুরুতর ছিল বা এ নিয়ে তার বর্তমান অবস্থার স্পষ্ট কোনো ধারণা দেয়নি বিসিসিআই।
এমন ঘটনায় রোহিতের চোট নিয়ে বিতর্কের জন্ম দেয়।
অনেকে এর পেছনে ভারত দলের অধিনায়ক বিরাট কোহলির ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন।
তথ্যসূত্র: টাইমস নাউ নিউজ