ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর ছোটবনগ্রাম খোরশেদের মোড়ের একটি পুকুর থেকে অপহৃত শিশু আনিকা (৮) এর লাশ উদ্ধার করে পুলিশ।
পত্রিকার সূত্র মতে, ঈদ সেলামি দেওয়ার কথা বলে নির্জন জায়গায় নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। পরে আসামীর শিকারোক্তি অনুযায়ী পুলিশ লাশ উদ্ধার করে।
এই হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করছে ও এ হত্যার সুষ্ঠু বিচার দাবী করছে লফস।
লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, এইসব হত্যাকান্ড বা অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে অপরাধীরা অপরাধ করতে উৎসাহিত বোধ করবে। এছাড়া তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি সচেতন হওযার আহ্বান জানান।