ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর তানোর উপজেলার ১ নং কলমা ইউনিয়নের ত্রি-বার্ষিক ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চত্বরে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ১ নং ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান রাব্বির সভাপতিতে ও ভাবপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী ১ আসন তানোর গোদাগাড়ী এমপি ফারুক চৌধুরী।
উদ্বোধক হিসেবে তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন ১ নং কলমা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সরকার প্রদীপ।
ইউটিউব ভিডিও :
সম্মেলনে প্রধান অতিথি এমপি ওমর ফারুক চৌধুরী বলেন, ১ নং কলমা ইউনিয়ন আওয়ামী লীগ দুইটি ইউনিটে ভাগ করা হবে। ইউনিয়নের এক থেকে পাঁচ নং ওয়ার্ডের সমন্বয়ে গঠিত হবে পশ্চিম কলমা ইউনিয়ন আওয়ামী লীগ এবং ৬ থেকে ৯ নং ওয়ার্ডের সমন্বয়ে গঠিত হবে পূর্ব কলমা ইউনিয়ন আওয়ামী লীগ।
তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, বিএনপির পায়ের তলায় মাটি নাই তাদের খুঁটির জোর নাই তারা যে সরকার পতনের এক দফা আন্দোলনের ডাক দিয়েছে তা কখনো সফল হবে না। জামাতকে উদ্দেশ্য করে তিনি বলেন এই দলটি একাত্তরের যুদ্ধের সময় দেশের বিরুদ্ধে কাজ করেছে তারা ছিল রাজাকার তাদের অনেক শীর্ষস্থানীয় নেতার যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসি হয়েছে। সুতরাং লাফালাফি করে কোন লাভ হবে না।
ফেসবুক ভিডিও :
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশন শুরু হয় বাদ মাগরিব। দ্বিতীয় অধিবেশনে ১ থেকে ৫ নং ওয়ার্ডের সমন্বয়ে গঠিত পশ্চিম কলমা ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয় আলহাজ্ব মনসুর রহমানকে এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় আতাউর রহমানকে। ইউনিয়নের ৬ থেকে ৯ নং ওয়ার্ডের সমন্বয়ে গঠিত পূর্ব আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয় আলহাজ্ব আব্দুর রহিমকে এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় আনোয়ার হোসেন কে।
এছাড়া সম্মেলনে কলমা ইউনিয়নের নয়টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ তৃণমূলের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।