ধূমকেতু প্রতিবেদক : পাবনায় ৫০০ গ্রাম অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইনসহ রোজিনা বেগম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। রোববার বিকাল ৫ টার দিকে পাবনা জেলার সদর থানাধীন গাছপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রোজিনা রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাদারপুর (মহিশালবাড়ি) এলাকার রবিউল ইসলামের স্ত্রী।
র্যাব-১২ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বুধবার ভোরে গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে অভিযান চালিয়ে পাবনা জেলার সদর থানাধীন গাছপাড়া মোড় থেকে ৫০০ (পাঁচশত) গ্রাম অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইনসহ মাদক ব্যবসায়ী রোজিনা বেগমকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ আরও জানায়, আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন নিজ হেফাজতে রেখে নিজ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় এজাহার দায়ের করা হচ্ছে।