ধূমকেতু নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও বেড়েছে। গত ৯ মাসের মধ্যে যা সর্বোচ্চ।
রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের মূল্য বেড়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৯৮৪ ডলার ২৯ সেন্টে। আগের কার্যদিবসে তা ছিল ১৯৮৩ ডলার।
একই কর্মদিবসে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১৯৮৭ ডলার ২০ সেন্টে।
কারণ হিসেবে বলা হয়, শিগগিরই সুদের হার বাড়ানো বন্ধ করতে পারে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ (ফেড)। এতে দেশটির মুদ্রা ডলারের মান কমেছে। ফলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও বেড়েছে।
সিঙ্গাপুর ভিত্তিক ডিলার গোল্ডসিলভার সেন্ট্রালের বিশেষজ্ঞ ব্রায়ান র্যান বলেন, মার্কিন মুলুকে মূল্যস্ফীতি হ্রাস পেয়েছে। ফলে সুদের হার বাড়ানো বন্ধ করতে পারে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ (ফেড)। তাতে ডলার দুর্বল হয়েছে। পরিপ্রেক্ষিতে স্বর্ণের বাজার চাঙা হয়েছে।