ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পিরানটুলির ঘাটে গোসল করতে নেমে রিফাত আলী (১৪) নামের এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।
বর্তমানে তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা মহানন্দা নদীতে খোঁজাখুজি করছে।
শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের গোলাপের হাট গ্রামের পল্লী চিকিৎসক ফারুকের ছেলে নিখোঁজ রিফাত। সে চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ জানান, বেলা সাড়ে ১১টার দিকে স্কুলশিক্ষার্থী রিফাত বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের একটি টিমকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে খোঁজখুজি শুরু করেন। সেই সঙ্গে স্থানীয়রা খোঁজাখুজি করছে। এখন পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীর কোনো খোঁজ পাওয়া যায়নি।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় সাড়ে ৩টার সময় রিফাতের লাশ খুঁজে পাই। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।