ধূমকেতু নিউজ ডেস্ক : আইপিএলের ১৩তম আসরে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ব্যর্থতার পর থেকে টি-টোয়েন্টিতে বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে তীব্র সমালোচনা করে আসছেন গৌতম গম্ভীর।
কোহলিকে কেন ব্যাঙ্গালুরুর নেতৃত্বে রাখা হয়েছে বারবার সে প্রশ্ন তুলেছেন গম্ভীর।
এবার সাবেক এই ভারতীয় ব্যাটসম্যান ওয়ানডে ক্রিকেটে কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।
কোহলির তীব্র সমালোচনা করে গম্ভীর জানান, ওয়ানডেতে টি-টোয়েন্টির মতো অধিনায়কত্ব করছেন কোহলি। মাঠে অধিনায়ক হিসেবে কোহলি কেমন সব পরিকল্পনা নিচ্ছেন তা বুঝেই উঠতে পারছেন না তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতেও বড় ব্যবধানে হেরেছে ভারত।
এর পরই কোহলির অধিনায়কত্ব বিষয়ে এমন মন্তব্য করেছেন গৌতম গম্ভীর।
ইএসপিএনক্রিকইনফোর সঙ্গে আলাপচারিতায় ওই ম্যাচে কোহলির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন গম্ভীর।
ভারতের এই সাবেক ওপেনার বলেন, ‘আমি আসলেই তার অধিনায়কত্ব বুঝতে পারছি না। অস্ট্রেলিয়ার এই ব্যাটিং লাইনআপকে চাপে ফেলতে শুরুতে উইকেট নেয়া কতটা জরুরি, তা সবাই জানে। সাধারণত ওয়ানডেতে এক বোলারের স্পেল থাকে ৪-৩-৩। অথচ শুরুতে দলের সেরা বোলারকে দেয়া হলো মাত্র ২ ওভার!’
এর পর গম্ভীর বলেন, ‘এই ধরনের অধিনায়কত্ব আমার মাথায় ঢুকছে না। আপনি বিশ্লেষণও করতে পারবেন না। এটা তো টি-টোয়েন্টি ক্রিকেট নয়! আমি তার সিদ্ধান্তের কারণ খুঁজে পাচ্ছি না। এটি খুবই বাজে অধিনায়কত্বের উদাহরণ।‘
উল্লেখ্য, রোববার সিডনিতে নতুন বলে মোহাম্মদ সামি ও জাসপ্রিত বুমরাহকে ২ ওভারের স্পেল করান কোহলি।
সামিকে একপ্রান্ত দিয়ে বল করিয়ে তার দ্বিতীয় ওভারে এই পেসারকে অন্য প্রান্ত থেকে আক্রমণে আনেন কোহলি।
প্রথম ৩ ওভারে ১ মেডেন নিয়ে ৯ রান দেয়ার পর বুমরাহকে আরেক দফা বিরতি দিয়ে একটু পর আরেকবার ১ ওভারের স্পেল করান অধিনায়ক।
আবার পাওয়ার প্লের ভেতর বুমরাহকে দিয়ে মাত্র ১ ওভার করান কোহলি।
আর ওই ম্যাচে শতরানের উদ্বোধনী জুটি গড়ে অস্ট্রেলিয়া। পরে রানের পাহাড় গড়ে তারা ম্যাচটি জিতে নেয়। দুটি ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছেন স্মিথ। প্রথম ম্যাচটিতে অস্ট্রেলিয়া জিতেছিল ৬৬ রানে। দ্বিতীয়টিতে ৫১ রানে জয় পেয়েছেন অসিরা।
তথ্যসূত্র: ক্রিক ট্র্যাকার