ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে পূর্ব শত্রুতার জেরধরে সন্ত্রাসী কায়দায় জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় উপজেলার মহিষবাথান (বামনদহ) গ্রামের মো. মোজাম্মেল হক বাদী হয়ে মঙ্গলবার (২৯ আগষ্ট) থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত রোববার সকাল সাড়ে ৯ টার দিকে মহিষবাথান (বামনদহ) গ্রামের মজিবর রহমানের ছেলে হবিবর রহমান, রফিকুল ইসলাম বাটু, নুরনবী ও হবিবর রহমানের ছেলে আরাফাত হোসেন ওই গ্রামের মোজাম্মেলের পৈত্রিকসূত্রে প্রাপ্ত ও দখলীয় জমিতে গিয়ে সন্ত্রাসী কায়দায় চাষাবাদের চেষ্টা চালান। এসময় বিষয়টি জানতে পেরে মোজাম্মেল হক এগিয়ে গেলে হবিবর গং তাদের হাতে থাকা লাঠি দিয়ে মারধরের চেষ্টা চালায় ও হুমকী প্রদান করে তাকে তাড়িয়ে দেয়।
এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।