ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮ নম্বর পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী বাজার থেকে হাটপাঙ্গাসী বাজার পর্যন্ত সড়কটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক। কিন্তু সড়কটির বেশ কয়েক জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
বিশেষ করে মীরের দেউলমূড়া আব্দুর রাজ্জাক ও রমজান আলীর বাড়ির সংলগ্নে। ফলে ঝুঁকি নিয়েই চলাচল করছে শত শত অটোভ্যান, মোটরসাইকেল, ইজিবাইকসহ হাজারো মানুষ। দীর্ঘদিন ধরে মেরামত না করায় উক্ত সড়কের খানাখন্দের যায়গা দিয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
উক্ত সড়কে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে থাকে। সেই সাথে চলাচল করে থাকে ছোট-বড় সব ধরনের যানবাহন এবং স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।
সড়কের একপাশে বড় একটি গর্ত ও আব্দুর রাজ্জাক এবং রমজান আলীর বাড়ির সন্নিকটে পানি নিস্কাষণের কোনো ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার রূপ নিচ্ছে।
এমতাবস্থায় দ্রুত পানিবদ্ধতা নিরসন এবং সড়কের বিভিন্ন ভাঙ্গা যায়গা সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরদাবি জানিয়েছেন অত্র এলাকাবাসী।