ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের কৃষকদের মাঝে পার্চিং পদ্ধতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কৃষকের ধানের জমিতে কলাগাছ, বাঁশের আগা অথবা গাছের ডাল মাটিতে পুঁতে পাখিদের বসার ব্যবস্থা করার নাম পার্চিং পদ্ধতি।
নিরাপদ ফসল উৎপাদনের ক্ষেত্রে সারা বিশ্বে এটি একটি পরিক্ষিত পদ্ধতি। ধানের জমিতে পাখি বসার মতো তেমন কোনো সুযোগ নেই। তাই ধানের জমিতে বাঁশের আগা, গাছের ডাল অথবা কলাগাছ মাটিতে পুঁতে রেখে দেওয়া হয় পাখিদের বসার সুযোগ করে দেওয়ার জন্য। পাখিরা এর ওপর বসে পোকামাকড় সহজেই ধরতে পারবে। ফলে ক্ষতিকর পোকার আক্রমণ অনায়াসেই কমে যাবে।
বর্তমানে কৃষকদের বিভিন্ন ধানের জমিতে পার্চিং পদ্ধতি ব্যবহার করার কারণে কীটনাশকের খরচ অর্ধেকে নেমে এসেছে। ফলে কীটনাশক ছাড়াই পোকা দমনে পার্চিং পদ্ধতি উপজেলা কৃষকদের মাঝে ব্যাপক সারা জাগিয়েছে।