ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের, বালু টঙ্গী গ্রামের মহানন্দা নদী চেয়ারম্যানের ঘাট থেকে অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১ অক্টোবর) আনুমানিক দুপুর ১ টার সময় উপজেলার চৌডালা ইউনিয়নের বালু টঙ্গী গ্রামের মহানন্দা নদীতে চেয়ারম্যানের ঘাট নামক স্থানে, একজন অজ্ঞাত মহিলার লাশ নদীতে ভাসতে দেখে স্থায়ী লোকজন গোমস্তাপুর থানা পুলিশকে খবর দেয়। তবে লাশটি কেউ শনাক্ত করতে পারেনি। ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা কোন স্থান হইতে মৃতদেহ টি নদীর স্রোতে ভেসে এসেছে।
গোমস্তাপুর থানার (ভারপ্রাপ্ত) ওসি মাহবুবুর রহমান জানান, এই বিষয়ে গোমস্তাপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।