ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান ও অধ্যাপক ড. শামসুল আলম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০টায় ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কর্মজীবনে তিনি রোটারি ক্লাব অফ পদ্মার চার্টার্ড প্রেসিডেন্ট, স্বচ্ছলতা এসোসিয়েশন এর গভর্ণিং কাউন্সিলের চেয়ারম্যান ও সিআরপি আফসার হোসেন কেন্দ্রের দাতা সদস্যসহ অসংখ্য প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন।
মরহুমের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপনসহ মরহুমের আত্মার অনাবিল শান্তি ও মাগফিরাত কামনা করছি।