ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসনে বাস্তাবায়নে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা নিয়ামতপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে অনুষ্ঠিত ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগদান করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম।
উপজেলা একাডেমীক সুপারভাইজার জাকির হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, নিয়ামতপুর সরকারী কলেজের উপাধ্যক্ষ মমতাজ হোসেন, বরেন্দ্র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আতিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার আরিফুজ্জামান, উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) রাসেল রানা প্রমূখ।
দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতেই অতিথিরা স্টল পরিদর্শন করেন। এ সময় নিয়ামতপুর সরকারী কলেজ, বরেন্দ্র আলিম মাদ্রাসা, নিয়ামতপুর মডেল সরকারী উচ্চ বিদ্যালয়, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আলাদা আলাদাভাবে তাদের উদ্ভাবনী খন্ডচিত্র উপস্থাপন করেন।
বিকালে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে নিয়ামতপুর সরকারি কলেজ, চন্দননগর কলেজ, বটতলী কলেজ এবং মাধ্যমিক পর্যায়ে নিয়ামতপুর মডেল সরকারী উচ্চ বিদ্যালয়, বরেন্দ্র আলিম মাদ্রাসার শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।