ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা আওয়ামী লীগ স্বাক্ষরিত ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
গত ১৪ নভেম্বর বাগমারা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে সভাপতি পদে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি ও সাধারণ সম্পাদক পদে অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের নাম ঘোষণা করা হয়। এছাড়া ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডলকে সিনিয়র সহ-সভাপতি, সিরাজ উদ্দিন সুরুজকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
নব-নির্বাচিত কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের দৃঢ় নেতৃত্বে এক মাসের মধ্যেই পুর্ণাঙ্গ কমিটির তালিকা তৈরি করা হয়।
উক্ত কমিটিতে যারা বিভিন্ন পদে রয়েছেন তাদের নাম নিম্নরুপ সহ- সভাপতি মতিউর রহমান, আয়েন উদ্দীন চেয়ারম্যান, রিয়াজ উদ্দীন হেডমাস্টার, আহসান হাবীব হেডমাস্টার, হারুন অর রশিদ, মরিয়ম বেগম, এ্যাডভোকেট আফতাব উদ্দীন, জাহাঙ্গীর আলম হেলাল, যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, কৃষি সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, তথ্য ও গবেষনা সম্পাদক আশরাফুল ইসলাম, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মাসুদ রানা কামাল, দফতর সম্পাদক নুরুল ইসলাম ঠান্ডু, ধর্ম বিষয়ক সম্পাদক মওলানা হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ হোসেন মজনু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম চেয়ারম্যান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক মোসলেম উদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার মাস্টার, শ্রম সম্পাদক ছাইফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান হেডমাস্টার, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জাহাঙ্গীর আলম, আল-মামুন, সহ-দফতর সম্পাদক আব্দুল জলিল মাস্টার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান রেজা।
সেই সাথে উপজেলা আ’লীগের সদস্যবৃন্দরা হলেন, অনিল কুমার সরকার, এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, অধ্যাপক আব্দুস সামাদ, অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, আবু বাক্কার মৃধা মুনছুর, আসলাম আলী আসকান, সোলাইমান আলী হিরু, প্রভাষক কাউছার আলী, আকবর আলী, অধ্যক্ষ আজহারুল হক, আব্দুল হামিদ ফৌজদার, লুৎফর রহমান, এস.এম. এনামুল হক, আবুল কালাম আজাদ, আব্দুর রশিদ, সুরাৎ আলী, সাফিনুর, আনোয়ার হোসেন, মাজেদুর রহমান সোহাগ, শাহরিয়ার, জাফর আহমেদ শিমুল, জাহাঙ্গীর আলম বাদশা, বকুল হোসেন খরাদি, মিজানুর রহমান, হাবিবুর রহমান মটর, আব্দুল মান্নান, হাছেন আলী, আখতারুজ্জামান বুলবুল, আতাউর রহমার, আব্দুল জলিল, লোকমান আলী, রেজাউল হক, মোজাম্মেল হক, জাহিদুর রহমান মিঠু এবং জয়নাল আবেদিন।
একই সাথে বাগমারা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দরা হলেন, ড.পি, এম শফি, নাজমুল হক মুন্টু, বীরেন্দ্রনাথ সরকার, আর.কে মোসলেম উদ্দীন, আব্দুল্লাহ মৃধা, জাকিরুল ইসলাম সান্টু, মাহাবুর রহমান, মামুনুর রশিদ, মাওলানা মহসিন আলী, রনজিত কুমার সাহা, বেলাল হোসেন, ইয়াছিন আলী মাষ্টার, নাসির উদ্দীন, মকবুল হোসেন মৃধা এবং আব্দুল হামিদ (সাবেক চেয়ারম্যান)।