ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নন্দীগ্রাম উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং নন্দীগ্রাম উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে এ সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চিফ সায়েন্টিফিক অফিসার বিসিএসআইআর ঢাকা এর লিটন মুন্সী ও নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল প্রমুখ।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে ১৪টি স্টল অংশগ্রহণ করে।