IMG-LOGO

মঙ্গলবার, ২৭শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে সফর ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘অভিন্ন নদীর পানির হিস্যা আদায়ে আন্তর্জাতিক আদালতে যেতে হবে’‘বন্যায় মারা গেছেন ২৭ জন’মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশপোরশায় নকল নবিসদের কলম বিরতীফুলবাড়ীতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধনসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার আবেদনট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে লালপুরের শ্রমিক নিহত, আহত ২২৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগফারাক্কা নিয়ে যা বলছে বন্যা পূর্বাভাস কেন্দ্রব্র্র্যাক ব্যাংকে চাকরির সুযোগঅস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের দলে ৫ নতুন মুখদেশের বিভিন্ন স্থানে বৃষ্টি এবং ভারী বৃষ্টির সম্ভাবনাআজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীসোমবারের রাশিফলইতিহাসের এই দিন
Home >> রাজনীতি >> লিড নিউজ >> প্রচারনায় ব্যস্ত আ.লীগের দুই প্রার্থী, আন্দোলনের মাঠে বিএনপির প্রার্থীরা

প্রচারনায় ব্যস্ত আ.লীগের দুই প্রার্থী, আন্দোলনের মাঠে বিএনপির প্রার্থীরা

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনে আওয়ামী লীগের বর্তমান ও সাবেক এমপি সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে জনসাধারণের মাঝে নিজ নিজ বলয়ের সমর্থকদের নিয়ে এ আসনের বিভিন্ন স্থানে মতবিনিময় সভার মাধ্যমে প্রচার প্রচারনা (গণসংযোগ) চালিয়ে যাচ্ছেন।

বিএনপির সাম্ভাব্য দু’প্রার্থীর মধ্যে একাদশ জাতীয় সংসদের বিএনপির পদত্যাগী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম ও অপর প্রার্থী মাসউদা আফরোজা হক সূচী সরকার বিরোধী আন্দোলন নিয়ে ব্যস্ত রয়েছেন।

এদিকে নির্বাচনী মাঠে রাতদিন বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরে প্রচারনা চালিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান ও সাবেক জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। তাঁরা দু’জনেই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী।

বিগত একাদশ জাতীয় সংসদের বিএনপি দলীয় বিজয়ী প্রার্থী দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করায় এ আসনে উপ-নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী জিয়াউর রহমান বিজয়ী হন। আওয়ামী লীগের বিজয়ী জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান ২০০৯ সালে ৮ম জাতীয় সংসদনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিজয়ী হয়েছিলেন। তাঁর পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ও বর্তমানে এ আসনের তিন উপজেলায় বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের বর্ণনা দিয়ে তাঁর কৃতিত্ব তুলে ধরছেন ভোটার-সমর্থকদের মাঝে।

অপরদিকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস বিগত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি নির্বাচিত হয়ে তাঁর গৃহীত উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে নেতা-সমর্থকদের নিয়ে মনোনয়নের প্রত্যাশায় নির্বাচনী মাঠে দিনরাত প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এদিকে হঠাৎ করে চিত্রনায়িকা (নাচোলের মেয়ে) মাহিয়া মাহী আওয়ামী লীগের ব্যানারে তার সমর্থকরা নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট উপজেলার সর্বত্র পোস্টারে ছেয়ে দিয়েছে।

এ আসনের তিন উপজেলার ভোটার-সমর্থকরা বলছেন দলীয় মনোনয়ন এত সস্তা না। আওয়ামী লীগের প্রার্থীদের ভরশা; বিগত দিনে জনগণের কল্যানে তাঁরা কাজ করেছেন, ভোটের পল্লা তাঁদের দখলেই থাকবে। অপরদিকে বিএনপি দলীয় প্রার্থীরা চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে এখন পর্যন্ত জনসাধারণের সাথে মতবিনিময় বা পথসভা করতে দেখা যায়নি। বিএনপি দলের প্রার্থী ও নেতাকর্মীরা আশায় বুক বেঁধে আছে, বিদেশী মোড়লদের চাপে আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধয়ক ও নিরেপেক্ষ সরকারের দাবী মেনে নিবে এবং ধানের শীষের আশীর্বাদে বিএনপির প্রার্থীরা বিজয় লাভ করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news