ধূমকেতু প্রতিবেদক : বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ জাকির হোসেনের ২৮তম জন্মবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত মোনাজাত করা হয়।
তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ শাহাদৎ হোসেনের একমাত্র সন্তান ছিলেন।
পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বাদ আসর টিকাপাড়া গোরস্থানে কবর জিয়ারত ও মেনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ শাহাদৎ হোসেন, সৈয়দ মনোয়ার হোসেন, সৈয়দ জুবায়ের হোসেন।
আরও উপস্থিত ছিলেন, আবুল কাশেম, জিয়াউল হাসান, তামজিদ হাসান,পারভেজ, বাহাদুর, মিলন ও পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।
কবর জিয়ারতের সময় দোয়া ও মোনাজাত করেন টিকাপাড়া জামে মসজিদের মোয়াজ্জেম শহীদু ইসলাম।