ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের আয়োজনে ‘পবা-মোহনপুরের উন্নয়ন ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) বিকাল তিনটায় মহানগরীর সিটিহাট সংলগ্ন জেলা আওয়ামী লীগের নতুন কার্যালয়ে এর আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, আমি পবা-মোহনপুর আসনের এমপি পদ প্রার্থী। বিগত সময়ে এ এলাকার কেমন উন্নয়ন হয়েছে তা আপনারা সকলেই জানেন। আপনারাই তার মূল্যায়ন করবেন। তবে আগামী জতীয় সংসদ নির্বাচনে সভানেত্রী যদি আমাকে মোননয়ন দেন তাহলে এ অঞ্চলের জন্য কি কি করণীয় আছে, কিভাকে এ এলাকার মানুষের জীবন মান উন্নত করা যায় সে বিষয়ে আপনাদের পরামর্শ প্রত্যাসা করছি। আগামী দিনে নিশ্চই আপনারা আমার পাশে থেকে এই আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেবেন।
মতবিনিময় সভায় আগামী জাতীয় সংসদ নির্বচনে পবা-মোহনপুর আসনে আসাদুজ্জামান আসাদকে মনোনয়ন দেয়ার আহ্বান জানান সুধিজনরা। তারা বলেন, বিগত সময়ে এই আসনে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। দুর্নীতি আর স্বজনপ্রীতির কারণে এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। তাই তারা এবার নতুন মুখ দেখতে চায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পবা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম কামরুজ্জামান, মোহনপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোশতাক আহমেদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মেহবুব হাসান রাসেল, সদস্য ফারুক হোসেন ডাবলু, শরিফুল ইসলাম, পারিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল বারী ভুলু, পারিনা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাহিমা বেগম, হরিয়ান চেয়ারম্যান জেবুর আলী, হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ইয়াসিন আলী, কাটাখালি পৌরসভা ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মানিক, পবা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তার আলী।
আরও উপস্থিত ছিলেন, নওহাটা পৌর নেতা বাবুল হোসেন, বড়গাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক রহমান মাসুম, বড়গাছি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মামুনা রশিদ মামুন, হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, হুজরিপারা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রফিক, যুবলীগ নেতা রবিউল ইসলাম রবি, হুজরী পাড়া ইউনিয়ন সাবেক মেম্বার আবুল কাশেম, দামকুড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাবু ইসলাম, দর্শন পাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, আব্দুল লতিফ, রবিউল ইসলাম রনি, হড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন পিন্টু, শাজাহান মেম্বার, হেলাল উদ্দিন, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাইদুর রহমান বাদল, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পান্না ইসলাম।
এছাড়াও মোহনপুর উপজেলা আওয়ামী লীগের নেতা, সুলতান মাস্টার, বিল্লাহ হোসেন, আফসার আলী, সাইদুর রহমান মাস্টার, আবু হেনা, প্রভাষক লুৎফর রহমান, সাইদুর রহমান, আজগর আলী, হেলাল উদ্দিন, ঘাসি গ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, মৌগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হোসেন আলী, রাজশাহী জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি আলমগীর মোর্শেদ রঞ্জু, রাজশাহী জেলা যুবলীগের নেতা বেলাল সরকার, মোহনপুর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মুজিবুর মাস্টার ও সাধারণ সম্পাদক মিলন মাস্টার, মন্ত্র উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল ইসলাম রনি, মোহনপুর উপজেলা ছাত্রলীগ নেতা রিপন শেখ কামাল হোসেন অসীম আলী হাফিজুর রহমান হাফিজ, নওহাটা পৌর ছাত্রলীগের সভাপতি তানভীর আলীসহ প্রবীণ আওয়ামী লীগ নেতা এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।